আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে।
সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ভক্তবৃন্দ, বিশেষত শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে।
সোমবার সকাল ১০ টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
ঢাকার বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও ঢাকার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিশাল এই মাঠজুড়ে সরস্বতী পূজা এক আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে।