ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিদেশ গমনেচ্ছুদের প্রতি সতর্কবার্তা মন্ত্রণালয়ের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বিদেশে কর্মসংস্থানের সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও মানব পাচারের শিকার হতে যাচ্ছে অনেক বাংলাদেশি। সম্প্রতি, ইতালিতে পাঠানোর নাম করে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের ভয়ঙ্কর মাফিয়া চক্রের কর্মকাণ্ড বাড়ছে। এর ফলে, বিদেশে যেতে আগ্রহী অনেক ব্যক্তি পাচারকারীদের হাতে পড়ে নৌকাডুবি, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন।

এই পরিস্থিতি বিবেচনা করে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশ গমনেচ্ছুদের জন্য ১০টি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনাগুলোর উদ্দেশ্য হলো, বৈধ পন্থায় বিদেশে গমন নিশ্চিত করা এবং দালাল চক্রের মাধ্যমে প্রতারণা থেকে রক্ষা পাওয়া।

প্রধান নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য 

বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার না করা।
ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের জন্য বিদেশ না যাওয়া।
নিয়োগকর্তার নাম, ঠিকানা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা।
বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে চাকরির চুক্তি স্বাক্ষর করা।
ভুয়া চাকরির বিজ্ঞপ্তি থেকে সতর্ক থাকা এবং সব তথ্য সরকারি ওয়েবসাইট বা কল সেন্টার নম্বর থেকে যাচাই করা।
সরকারি সতর্কবার্তা ও নির্দেশনা অনুসরণ করলে বিদেশে গিয়ে কাজের সুযোগ নিরাপদ এবং বৈধ পন্থায় নিশ্চিত করা সম্ভব হবে, যাতে বিদেশে শ্রমিকদের জীবন ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত থাকে।