ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

তিতুমীরের শিক্ষার্থীদের দাবির বিষয়ে এবার মুখ খুললেন উপদেষ্টা নাহিদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০২:৩২ পিএম

তিতুমীরের শিক্ষার্থীদের দাবির বিষয়ে এবার মুখ খুললেন উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবিতে, যার মধ্যে অন্যতম দাবি হল কলেজটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, আজও কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা বিক্ষোভ করতে শুরু করেন, যার ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই চলমান আন্দোলনের কারণে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।

এদিকে, এ বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। 

তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এই মুহূর্তে হয়ত অনেক কিছু করা সম্ভব না। জনভোগান্তি না করাই ভালো। আশা করি সবার জন্য ভালো কিছু হবে।"

এটি সরকারের শিক্ষাব্যবস্থা ও কলেজের উন্নয়ন প্রক্রিয়ার প্রতি তাদের দায়বদ্ধতারও প্রকাশ।

রূপালী বাংলাদেশ

Link copied!