ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজের মৃত্যুর সংবাদ শুনে যা বললেন সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মৃত্যুবরণ করেছেন।এরপরই কারা কর্তৃপক্ষ এটি গুজব হিসেবে বাতিল করেএবং নিশ্চিত করেন যে তিনি বেঁচে আছেন।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সাংবাদিকরা সাবেক বিচারপতি মানিকের কাছে তার মৃত্যুর গুজব সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চান। 

তিনি সঙ্গতিপূর্ণভাবে বলেন, ‘হ্যাঁ, শুনেছি।’ এর বেশি কিছু বলেননি। পরে তাকে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়।

এদিকে, গত ২০ জুলাই রাজধানী ঢাকার বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অটোরিকশাচালক হাফিজুল শিকদারকে গুলিতে হত্যা করা হয়। তার পরিবার ওই ঘটনায় বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।