ইউরোপীয় ইউনিয়ন আমাদের থেকে অনেক সুযোগ নিয়েছে। শিগগিরই তাদের ওপর শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে পৌঁছানোর পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, শিগগিরই ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক বসতে যাচ্ছে। এ সময় তিনি ২৭ দেশের এই জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংকট নিয়ে তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেন।
তবে ট্রাম্পের এমন ঘোষণায় ভয় পাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। গতকাল রোববার ইইউ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে তারা ‘কড়া প্রতিক্রিয়া’ জানাবে।
ইইউর এক মুখপাত্র বলেন, ‘যেকোনো বাণিজ্য অংশীদার যদি অন্যায় বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক বসায়, তাহলে ইইউর কড়া জবাব দেবে।’
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
অবশ্য ট্রাম্পও স্বীকার করেন, তার বাণিজ্য নীতির কারণে মার্কিনদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য এটি প্রয়োজন।
আপনার মতামত লিখুন :