ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণ নীতিমালা থাকতে হবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:১২ পিএম
ছবি: সংগৃহীত

দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ প্রক্রিয়ায় সিট পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণগত নীতি থাকতে হবে। এটা অক্সফোর্ডের মতো হবে না। তবে শিক্ষার্থীদের আচরণ নীতিমালা থাকতে হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি কথা বলতে চাননি তিনি।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যায় ঘোষণার দাবির সময়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স।

সড়ক অবরোধ করায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি শিক্ষার্থীদের নীতিগত দিক থেকেও দেখতে হবে বলেন উপদেষ্টা।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, নীতিমালা অক্সফোর্ডের মতো হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণগত নীতিমালা থাকতে হবে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবির পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সের সভাপতি কে এ এস মুর্শিদ বলেন, স্টুডেন্টদের কাজ এখন মহাখালী, শাহবাগে। তারা দাবি আদায়ের মিছিলে। তার পলিটিক্স করবেন, তবে অন্যায়-অবিচার নিয়ে কথা বলবেন। তারা সোশ্যাল ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলবেন।

সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় দাবির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ এশিয়া ছাড়া পৃথিবী আর কোন দেশের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্স নেই।

টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে সুপারিশ করা হয়। শিক্ষা খাত নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি কিছু করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করেছে টাস্কফোর্স।