দীর্ঘ ৬ ঘণ্টা পর ঢাকা-টঙ্গী সেকশনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ইস্যু সরকার আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেবে— এমন আশ্বাস পাওয়ার পর কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন ভেঙেছেন। এর পরেই তারা মহাখালী রেলপথ থেকে সরে আসেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, দুপুর ৩টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল, পরে রাত ৯টা ৫০ মিনিটে প্রথম ট্রেন, সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা স্টেশন ত্যাগ করে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে আটকে থাকা এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ৯টা ৫০ মিনিটে ঢাকা স্টেশনের দিকে রওনা হয়েছে। তেজগাঁও স্টেশনে আটকে থাকা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসও ৯টা ৫০ মিনিটের পরে বিমানবন্দর স্টেশনের দিকে যাত্রা শুরু করেছে।
এদিকে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছিল। শিক্ষামন্ত্রণালয় এক বিশেষ কমিটি গঠন করলেও সম্প্রতি ইতিবাচক সাড়া না পাওয়ায় গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে তারা আমরণ অনশনে বসার ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :