ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আসছে সুখবর

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করেছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এই ভেরিফিকেশন প্রক্রিয়া পরিচালনা করলেও, প্রতিবেদন না পাওয়ার কারণে বর্তমানে প্রায় ১৬ হাজার পাসপোর্ট আটকে আছে। এই প্রতিবেদন পাওয়ার জন্য নাগরিকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, বিশেষ করে যারা চিকিৎসা বা জরুরি কাজে বিদেশে যেতে চান।

তবে এখন সুখবর হচ্ছে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল হতে যাচ্ছে। এর পরিবর্তে, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনকে পাসপোর্ট ইস্যুর প্রধান ভিত্তি হিসেবে ধরা হবে, যদি এই দুটি তথ্য সঠিক থাকে।

সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এই বিষয়ে আলোচনা হয়, এবং সুরক্ষা সেবা বিভাগে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান, সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, "পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার এবং এটি পেতে পুলিশের ভেরিফিকেশনের প্রক্রিয়া অপ্রয়োজনীয়।" তিনি আরও বলেন, “ইংল্যান্ডে পাসপোর্ট আবেদন করলে সরাসরি পোস্ট অফিসে চলে আসে, এখানে তা সরাসরি নাগরিকদের অধিকার হিসেবে নিশ্চিত করা উচিত।”

এছাড়াও, পুলিশের প্রতিবেদনের অভাবে অনেক পাসপোর্ট আটকে রয়েছে, যা নাগরিকদের জন্য বিশাল ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৯ নভেম্বর পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, চাকরি এবং পাসপোর্ট ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচিতি যাচাইয়ের প্রয়োজন নেই, এবং এটি বন্ধ করতে হবে।

এদিকে, অতীতে পাসপোর্ট ভেরিফিকেশনে অতিরিক্ত টাকা দেওয়ার অলিখিত নিয়মও চালু হয়ে গেছে, যদিও এটি সরকারি নির্দেশনা নয়। নতুন এই পদক্ষেপ পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ার আরো দ্রুত এবং সহজ করার জন্য আশাব্যঞ্জক এক উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে।