রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা শেষ পর্যন্ত নওগাঁর একটি এলাকায় পাওয়া গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সে সটকে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুবা এক ছেলের সঙ্গে ঘুরছে এবং ওই ছেলের হাত ধরে পালিয়েছে।
পুলিশের দাবি, প্রেমঘটিত কারণে সুবা ওই ছেলের সঙ্গে পালিয়ে গেছে। ছেলেটির নাম মোমিন হোসেন এবং তার বাড়ি নওগাঁয়। তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুবাকে এক ছেলের সাথে কথা বলতে দেখতে পায়। পরে, ওই ছেলের সাথে নওগাঁ চলে যায় সুবা।
মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। এসময় পুলিশ ওই ছেলের বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সহযোগিতা চেয়েছে যাতে ছেলে এবং সুবা পালিয়ে যেতে না পারে।
আরাবি ইসলাম সুবা সম্প্রতি তার মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিল। তার মা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এবং কেমোথেরাপি চলছে। ১১ বছর বয়সী সুবা ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় উঠেছিল।
গত রোববার সন্ধ্যা ৬টার দিকে সে নিখোঁজ হয় এবং কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
আপনার মতামত লিখুন :