তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এর অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে উক্ত আয়োজনটি বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপদের জন্য দেশের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি বলে দাবি আইডিয়া প্রকল্পের।
প্রকল্প কার্যালয় বলছে, দেশের তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ আয়োজনটি তারুণ্যের শক্তিকে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক অনন্য প্রচেষ্টা। এ আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক এবং শিক্ষার্থীদের একত্রিত করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রামে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণাগুলোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাচ্ছেন। এরই আলোকে বুধবার (৫ফেব্রুয়ারি) থেকে অংশগ্রহনেচ্ছু স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, এই কর্মসূচির আওতায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে তরুণ ছাত্র-ছাত্রী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের সরাসরি ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, উক্ত ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কেও তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে।
স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাক শিল্প, লজিস্টিক্স, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রি ক্যাটেগরিতে উদ্ভাবক ও স্টার্টআপরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই এবং পিচিং শেষে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষনা করা হবে ‘ন্যাশনাল ইউথ সামিট ২০২৫’ এ।
এ বিষয়ে আবেদনকারীরা আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট (www.idea.gov.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।