আখেরি মোনাজাতে অংশ নিতে জড়ো হচ্ছেন মুসল্লিরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৪৭ এএম

আখেরি মোনাজাতে অংশ নিতে জড়ো হচ্ছেন মুসল্লিরা

ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা টঙ্গী ও আশেপাশের এলাকার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হচ্ছেন। বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। ইজতেমায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ফজরের নামাজের পর ভারতের মাওলানা মো. ফারুক বয়ান করছেন। সকাল ১০টায় হেদায়েতমূলক বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান। এরপর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে ২২ জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় অংশগ্রহণ করছেন।

আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১১টি বিশেষ ট্রেন এবং বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

আজকের আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজাম আয়োজিত ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর আট দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থীদের ইজতেমা শুরু হবে, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
 

আরবি/এফআই

Link copied!