ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

মার্কিন দূতাবাসের ভিসা পরিষেবা ওয়েবসাইট ৩ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:২২ এএম
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাস তাদের নতুন ভিসা পরিষেবা ব্যবস্থা চালু করার জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইট www.ustraveldocs.com সাময়িকভাবে বন্ধ রাখবে। তাই ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়া যাবে না।

মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে একটি পোস্টে জানায়, নতুন সিস্টেম চালু হওয়ার পর ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ওয়েবসাইট পরিষেবা পুনরায় চালু হবে। এর মাধ্যমে ভিসা পরিষেবার নতুন ব্যবস্থা কার্যকর হবে।

এসময়, যারা পূর্বনির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্টে রয়েছে, তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে, তারা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকবেন।

এছাড়াও, দূতাবাস জানায়, প্রতি মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে তারা অ-অভিবাসী ভিসা সম্পর্কিত নতুন অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে।

এই সাময়িক বিরতির মধ্যে ভিসা আবেদনকারীদেরকে কোনও সমস্যা না হওয়ার জন্য যথাযথ পরিকল্পনা নিতে বলা হয়েছে।