হাসিনার ভাষণের প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের ডকুমেন্টারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:২১ এএম

হাসিনার ভাষণের প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের ডকুমেন্টারি

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ রাত ৯টার ভাষণের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে জুলাই গণহত্যার ভিডিও, ছবি এবং ডকুমেন্টারি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, ভাষণের সময় ঢাকা শহরের প্রতিটি মোড়ে এবং দেশের বিভিন্ন জায়গায় এই ভিডিও ও ছবি দেখানো হবে।

এছাড়া, তারা আশা করছে যে, বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলেও ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে বিশেষ বুলেটিন প্রচার করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন, হাসিনার ভাষণের ঘোষণার পর বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংস গণহত্যা চালানোর প্রতিবাদে আমরা এ পদক্ষেপ নিচ্ছি।

তারা সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, যে মিডিয়া হাসিনার বার্তা প্রচার করবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।

এছাড়া, আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে মন্তব্য করেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

আরবি/এফআই

Link copied!