ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

আখেরি মোনাজাতে শেষ জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাতের বিশাল ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে শুরু হওয়া মোনাজাতটি ১২টা ২৭ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের, যিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।

শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা এই মোনাজাতের মাধ্যমেই শেষ হলো। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি শেষ হয়।

এছাড়া, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারীদের তিন দিনের বিশ্ব ইজতেমা, যা ১৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এবার শর্ত মেনে মাওলানা সাদ অনুসারীরা শেষ ইজতেমা পালন করবেন।