বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঘোষণা করেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে। বুধবার এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
তিনি জনগণের মতামত জানতে চেয়ে পোস্টে বলেন, তারা কী ধরনের দল চান, সে বিষয়ে তাদের মতামত সংগ্রহ করতে চান।
হাসনাত আরো বলেছেন, তাদের দলটি সেই আদলে গড়া হবে যা জনগণ চাইবে। এজন্য তিনি একটি ফর্ম পূরণের আহ্বান জানিয়েছেন, যা মাত্র ৫ মিনিটে পূর্ণ করা যাবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ব্যাপারে আরও চর্চা সৃষ্টি করেছে, যেটি ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করতে পারে। এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল।