প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১টায় এই প্রতিবেদন দুটি হস্তান্তর করেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
যদিও প্রতিবেদনটির বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে জনপ্রশাসন সংস্কার কমিশন পূর্বে জানিয়েছিল যে তাদের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকতে পারে। কমিশনটি তাদের কাজের জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন জেলার মানুষদের সঙ্গে কথা বলেছে এবং অনলাইনে মতামত সংগ্রহ করেছে।
এর আগে, সরকার গত ৮ আগস্ট রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করার জন্য ছয়টি কমিশন গঠন করে। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :