ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

আমাদের ও দেশের অভিজ্ঞতা হেনস্তার-অপমানের: প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হলো হেনস্তার অভিজ্ঞতা। অপমান, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা। নতজানু হওয়ার অভিজ্ঞতা।”

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরের সময় দেশের অভিজ্ঞতা নিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান এবং সব সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দুটি কমিশন সংস্কার হলে, এটা এমন একটি বিষয়, যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

ড. ইউনূসের এই বক্তব্যের মাধ্যমে দেশের নাগরিকদের প্রতি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়, বিশেষ করে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কারের সাথে সম্পর্কিত।