ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

টিকিট কাটতে নতুন নির্দেশনা রেলওয়ের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:২১ পিএম

বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপে নতুন নির্দেশনা এসেছে। সম্প্রতি, যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম পরিবর্তন করে "যমুনা রেলসেতু" রাখা হয়েছে। এর পাশাপাশি, সেতুর দুই পাশের স্টেশনগুলোর নামও পরিবর্তন করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এখন থেকে ইব্রাহিমাবাদ নামে পরিচিত হবে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন এর নাম পরিবর্তন করে সায়দাবাদ রাখা হয়েছে।
এই পরিবর্তন অনুসরণ করে বাংলাদেশ রেলওয়ে এখন থেকে পশ্চিমাঞ্চলের এই দুটি স্টেশনের নাম অনুসারে টিকিট কাটার প্রক্রিয়ায়ও সংশোধন করেছে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিটের জন্য অনুসন্ধান করতে হবে।

এটি টিকিট কাটার প্রক্রিয়া সহজ ও সঠিকভাবে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।