বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তি বিবেচনায় রেখে ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ (রাজধানী মহানগর সরকার) গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদন জমা দেন।
এ প্রতিবেদনটি শতাধিক সুপারিশ নিয়ে তৈরি করা হয়েছে, যার মধ্যে রাজধানীর পরিসর বৃদ্ধি এবং ঢাকাকে একটি মহানগর সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব রয়েছে। আরও কিছু সুপারিশে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করার এবং ডিসিদের পদবি পরিবর্তন করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এদিন, প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশনও। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :