আগামী গ্রীষ্মে ৭০০ থেকে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গণি রোডের বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গরমের সময় লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হবে, তবে শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। চাহিদা ও যোগানে ভারসাম্য রাখা হবে যাতে কারিগরি সমস্যা ছাড়া লোডশেডিং কমিয়ে আনা যায়।
এছাড়া, তিনি জানান, এ বছর রমজানের জন্য ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং গ্রীষ্মের জন্য ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ইতোমধ্যে অর্থ বিভাগের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যা এলএনজি আমদানির মাধ্যমে নিশ্চিত করা হবে। লোডশেডিংয়ের ক্ষেত্রে সরবরাহের ঘাটতি হলে শহরে বেশি লোডশেডিং হতে পারে, তবে গ্রামাঞ্চলে তার প্রভাব কম রাখা হবে।
বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি জানান, তবে গ্যাসের ক্ষেত্রে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানো হতে পারে।
আপনার মতামত লিখুন :