ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও সভ্যতা বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, "ন্যায় বিচার যেমন দেশের মানুষের প্রত্যাশা, তেমনি আখিরাতের কথাও চিন্তা করে বিচার করতে হবে।"
এদিন (৫ ফেব্রুয়ারি) বুধবার রাজধানীর সুপ্রিম কোর্ট মাজার মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন ড. আসিফ নজরুল। তাঁর মতে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রের কাঠামো ও সভ্যতার অস্তিত্বও বিপন্ন হতে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন, তা শুধু মানুষের জন্য নয়, আখিরাতের দৃষ্টিতেও উপযুক্ত হওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, যিনি মসজিদ নির্মাণের ব্যয় ১১০ কোটি টাকা উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদও উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য যে, এই আধুনিক মসজিদটি একটি বিশাল স্থাপনা হবে, যেখানে ২ হাজার ৩৪০ জন পুরুষ ও ২৩০ জন নারী নামাজ আদায় করতে পারবেন। এর সাথে মাদ্রাসা, লাইব্রেরি, লঙ্গরখানা, লাশ ধোয়ার ব্যবস্থাসহ আরও অনেক সুবিধা থাকবে। ভবনটির দুটি বেজমেন্টে ১৪০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ড্রাইভার ওয়েটিং রুম, দুটি লিফট এবং দুটি এসকেলেটরের ব্যবস্থাও থাকবে।
এটি একটি আধুনিক, সুশৃঙ্খল এবং ধর্মীয় স্থাপনা, যা মুসলিমদের পাশাপাশি সমাজের বিভিন্ন দিকের জন্য সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :