ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, এসব ব্যাংক অ্যাকাউন্টে মোট তিন কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা রয়েছে।
এই আদেশটি বুধবার (৫ ফেব্রুয়ারি) দেয়া হয়, যেখানে দুদক (দুর্নীতি দমন কমিশন) মামলার সুষ্ঠু তদন্তের জন্য এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আবেদন করে। আদালত শুনানি শেষে দুদকের আবেদনে সাড়া দিয়ে এই আদেশ দেন।
এছাড়া, দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং এসব মামলা সম্পর্কিত তদন্তের জন্য ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
গত বছরের ১৮ নভেম্বর, রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ১৯ নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। বর্তমানে কামরুল ইসলাম কারাগারে রয়েছেন।
আপনার মতামত লিখুন :