জনপ্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করে স্বতন্ত্র সেবা হিসেবে প্রতিষ্ঠিত করার সুপারিশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বিসিএস (শিক্ষা) ক্যাডারের পরিবর্তে ‘বাংলাদেশ শিক্ষা সার্ভিস’ এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পরিবর্তে ‘বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস’ গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
এদিন (৫ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী তার সদস্যদের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন, যার পরিপ্রেক্ষিতে রিপোর্টের নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ শিক্ষা সার্ভিস ও বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে দুটি নতুন সেবা প্রতিষ্ঠা করা হবে, যা নিজেদের নিজস্ব কমিশন দ্বারা নিয়োগ, পদায়ন, পদোন্নতি, প্রশিক্ষণ ইত্যাদি কাজ সম্পাদন করবে।
বর্তমানে বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারগুলো পিএসসি (প্রতিষ্ঠান) অধীনে নিয়োগ পায়, তবে তাদের কাজের ধরন, পদোন্নতি, সুযোগ-সুবিধা এবং অন্যান্য দিক নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বিশেষ করে, শিক্ষা ক্যাডারের সদস্য প্রায় ১৬ হাজার এবং স্বাস্থ্য ক্যাডারের সদস্য ৩০ হাজারের বেশি, যা একটি বড় সমস্যা হিসেবে পরিগণিত হয়েছে।
এদিকে, যদিও কমিশনের এই সুপারিশে নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে, অনেক কর্মকর্তাই এর বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :