রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুলডোজার মিছিলের কথা থাকলেও এদিন ছাত্র-জনতাকে সামনে যা পাচ্ছে তাই দিয়ে বঙ্গবন্ধুর ৩২ নাম্বারের বাড়িটি ভাঙতে দেখা যায়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধরা বাড়িটির ভেতর ঢুকে পড়েন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা বাড়িটির ভেতরে রয়েছেন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা গেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান করতে দেখা গেছে।
আপনার মতামত লিখুন :