ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

আহত সাংবাদিককে তারেক রহমানের ফোন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:৩৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোনে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ইতোমধ্যে হামলার ঘটনায় জড়িত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মেহেদী হাসানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আহত সাংবাদিক জাভেদ আখতার বলেন, "তারেক রহমান আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন এবং হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় ব্যবস্থা নেওয়া হবে।"

পরে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন এক বার্তায় জানান, "দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে দলের নেতাকর্মীদের যোগাযোগ রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।"