রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে ক্রেন প্রবেশে করেছে। বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ক্রেনটি ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় প্রবেশ করে। ক্রেনের সামনে ও পেছনে ছাত্র-জনতার মিছিল দেখা গেছে।
এর আগে, আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভেঙচুর শুরু করেন। বুলডোজার মিছিলের কথা থাকলেও এদিন ছাত্র-জনতাকে সামনে যা পাচ্ছে তাই দিয়ে বঙ্গবন্ধুর ৩২ নাম্বারের বাড়িটি ভাঙতে দেখা যায়।
[33172]
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’