বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা শুরু হয়েছে। বুধবার ( ০৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিক্ষুদ্ধ ছাত্রজনতা বাড়ি ভাঙার কাজ শুরু করে। এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) শেখ হাসিনার সাম্প্রতিক বক্তৃতা ঘিরে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদনে হামলা চালিয়ে সেটিতেও আগুন ধরিয়ে দেয়।
[33172]
বিক্ষোভকারীদের দাবি, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত, তাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চাই না। শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’
[33177]
এর আগে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। একই সঙ্গে, ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে একটি ফেসবুক পেজ থেকে একাধিক বিক্ষোভের ডাক দেওয়া হয়।