সকালেও ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:৫৯ এএম

সকালেও ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে

ছবি: সংগৃহীত

সকালেও রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙা চলছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এস্কেভেটর দিয়ে ভেঙ্গে ফেলা হচ্ছে ভিতরে অবস্থিত নারকেল গাছ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরোজমিনে গিয়ে এমন চিত্র দেখা গিয়েছে।

এছাড়াও ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে-সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।

ফজরের নামাজের পর থেকে অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। এছাড়াও রাতে যারা ছিলেন, তাদের অনেককেই বাড়ির সামনে দেখা গেছে। জড়ো হওয়া কয়েকজন জানান, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্ণ হয় বুধবার। এর মধ্যে হঠাৎ আওয়ামী লীগ ঘোষণা দেয়, বুধবার রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। যিনি ৫ অগাস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন।

আরবি/এসবি

Link copied!