একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুলডোজার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০১:৪২ পিএম

একেবারে গুঁড়িয়ে দেওয়া পর্যন্ত চলবে বুলডোজার

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে ভারী যন্ত্রের সাহায্যে। গতকাল রাত ১১টা থেকে শুরু হওয়া এ ভাঙচুরে বাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় জনতা জানিয়েছেন, বাড়িটি একেবারে গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত বুলডোজার চলতে থাকবে।

জনতা জানায়, এই কাজের মাধ্যমে তারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এবং দেশবাসী কোনো ধরনের স্বৈরাচারী শাসকের চিহ্ন দেখতে চায় না। উপস্থিত লোকজন উল্লাসিত হয়ে ‘ঈদ মোবারক’ স্লোগানও দিতে দেখা গেছে। তাদের মতে, পরবর্তী শাসকরা শেখ হাসিনার প্রাসাদ ভাঙার ঘটনাটি থেকে শিক্ষা নেবে।

শেখ মুজিবুর রহমানের বাড়িটি পরবর্তীতে শেখ হাসিনা জাদুঘরে রূপান্তরিত করেন। বর্তমানে এখন ধানমন্ডি ৩২ নম্ব দেশবাসীর ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!