পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাতভর বিক্ষোভ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আলহাজ মোড় বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভ ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয় একদল মানুষ। তারা ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর একটি বুলডোজার এনে কার্যালয়টি ভাঙা শুরু হয়।
[33228]
এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ছাত্র-জনতা পৌর শহরের আলহাজ মোড়ে গিয়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণা স্তম্ভ’ ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো সময় জুড়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
[33233]
বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্টেশন রোডের ওই এলাকায় সকালে কিছু স্থানীয় মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিলেন, কেউ মোবাইলে ছবি তুলছিলেন, কেউ-বা হতবাক হয়ে চারপাশের ধ্বংসযজ্ঞ দেখছিলেন।