রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে একটি বিতর্কিত ভুঁড়িভোজের আয়োজন। শেখ মুজিবুর রহমানের পুরনো বাসভবন ভেঙে সেখানে একটি গরু আনা হয়েছে, যা উৎসুক জনতা জবাই করার পরিকল্পনা করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে, ধানমন্ডি ৩২-এ গরুটি আনা হয়। গরু আনার সময় উপস্থিত জনগণ শেখ হাসিনাকে লক্ষ্য করে নানা স্লোগান দিতে থাকে। এই গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে আনা হয়েছে বলে আয়োজকদের একজন জানিয়েছেন। তারা জানান, একই দিনে গরুটি জবাই করা হবে।
গরু জবাই করার উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানিয়েছেন, "এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের বার্তা পৌঁছাতে চাই—এই দেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তির কোনো স্থান নেই। গরুর গায়ে `কিলার হাসিনা` লিখে তাকে জবাই করার মাধ্যমে আমরা ফ্যাসিবাদ এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করছি।"
এদিকে, গতকাল বুধবার রাত থেকে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার কাজ শুরু হয়, যা আজ বৃহস্পতিবার আবারও চালু হয়। হাজার হাজার উৎসুক জনগণ সেখানে উপস্থিত রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনাতেও অংশ নিয়েছেন।
এ ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করেছে এবং এটি নানান বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।