শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন সারজিস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:০৭ পিএম

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন সারজিস

সমন্বয়ক সারজিস আলম

শেখহাসিনাকে একজন ‘নির্লজ্জ’ উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন ছুড়ে বলেছেন, গত ১৫ বছরে হাজার হাজার মানুষকে গুম, খুন ও হত্যা করে শেখ হাসিনা কীভাবে বক্তব্য দেয়? ২৪ এর গণঅভ্যুত্থানে তার হুকুমে যতগুলো হত্যা ও আহত হয়েছেন তার বিচার না করে কীভাবে তিনি স্থাপনা ভাঙচুরের জন্য দেশের মানুষের কাছে বিচার চান।

সন্ধ্যায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব প্রশ্ন তুলে ধরে বলেন, খুনি হাসিনা ও তাদের দোসরদের বিচার যদি না করা হয় তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

সারজিস বলেন, আমরা জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের বিচার আদায় করেই ছাড়ব। হাজার হাজার ভাই-বোনকে তার নির্দেশে খুন করা হয় সে কীভাবে বাংলাদেশের মানুষের কাছে বিচার চায় আবার নির্লজ্জের মত বক্তব্য দেয়। তার বিচারের মঞ্চ হবে ফাসির মঞ্চ।

সারজিস আরও বলেন, দেশ এবং দেশের বাইরে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনি হাসিনাকে আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছেন আপনাদের আমরা ভুলে যাই নাই। আমাদের শহীদ পরিবার ও তরুণ প্রজন্ম ভুলে যায় নাই। প্রয়োজনে এই বাংলাদেশ আপনাদের বুঝিয়ে দেবে শহীদ, আহত ও তরুণ প্রজন্ম কী পারে।

সারজিস বলেন, প্রতিটি খুনের দায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা যারা জড়িত ছিল প্রত্যেকের উপযুক্ত বিচার করতে হবে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, সরকার যদি বিচার করতে না পারে তাদের জায়গা থেকে অন্য বড়বড় গল্প করে লাভ হবে না। শহীদদের ত্যাগের বিনিময়ে সবার আগে বিচার করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!