বইমেলায় ২ দিনের সময়সূচিতে পরিবর্তন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:২২ পিএম

বইমেলায় ২ দিনের সময়সূচিতে পরিবর্তন

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছুটির দিনে বইমেলার সময়সুচীতে কিছুটা পবির্তন এনেছে বাংলা একাডেমি। ওই দিনগুলোতে সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে অমর একুশে বইমেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার জন্য ২ দিনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের যেন বেগ পোহাতে না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানার স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার জন্য বইমেলার দুই দিনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য এই দুইদিন সকাল ১১টার পরিবর্তে অমর একুশে বইমেলা শুরু হবে দুপুর ২টায়। একইসঙ্গে এই দুই দিন মেলায় পূর্বঘোষিত শিশুপ্রহর থাকবে না বলেও জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!