ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘মবোক্রেসি’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন আজহারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০১:০২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বিখ্যাত ইসলামী বক্তা   ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। 

‘মবোক্রেসি’ দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে পোস্টে তিনি এ কথা লেখেন।

আজহারী পোস্টে লেখেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.’

[33361]

মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!’