ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

যমুনা অভিমুখে শিক্ষক-পুলিশ মুখোমুখি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশের ইউটিউব ও ফেসবুক লাইফ থেকে স্ক্রিনশট

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীরা। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। এসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। 

এর আগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

ঘটনাস্থলে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা হাইকোর্টের রায় বাতিলসহ যোগদানের তারিখ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন। তারা মিন্টো রোডের সামনে এলে পুলিশ বাধা দেয়। সেই সময় শিক্ষকরা মিন্টু রোডে বসে পড়েন। পরে পুলিশ তাদের সেখানে থেকে উঠিয়ে দেয়। তাদের মিন্টো রোডের সামনে থেকে পুলিশ শাহবাগ হয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে নিয়ে যায়।

প্রেসক্লাব থেকে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষকরা প্রতিবাদ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। তারা  যমুনার কাছাকাছি পোঁছালে  বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।  পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় লাঠিচার্জ ও জলকামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা।

[ 33365]

এর আগেও এসব প্রার্থীরা যোগদানের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের দাবি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র পাওয়ার আগে তা স্থগিত করা হয়।  



সবশেষ খবর পাওয়া পর্যন্ত, আন্দোলনরত শিক্ষকদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

ভিডিও দেখতে ক্লিক করুন-