সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল গত ৪ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত UN Peacekeeping Ministerial-2025 এর ২য় প্রস্তুতি মূলক সভাতে অংশগ্রহণ করেন ।
UN Peacekeeping Ministerial বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত। UN Peacekeeping Ministerial-2025 এর ২য় প্রস্তুতি মূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্ব শান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন ।
উক্ত বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল (ক্যাথারিন পোলার্ড) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক মতবিনিময়ের ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশ এর ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। এছাড়াও, অন্যান্য দেশের সাথে সহ-আয়োজক হিসাবে উক্ত ২য় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে।
আপনার মতামত লিখুন :