ঢাকায় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন।
জয়সওয়াল বলেন, “বাঙালির স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করে, তারা বাংলাদেশ জাতীয় চেতনা ও ইতিহাসের জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো উচিত।”
এদিকে, দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা না দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টে। নিশ্চিত করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদির সরকার।
বৃহস্পতিবার কেরালার পার্লামেন্ট সদস্য সিপিএম নেতা জন ব্রিট্রাস তিনটি প্রশ্ন করেছিলেন, যা ছিল— বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? প্রত্যর্পণের জন্য কী কী কারণ দেখিয়েছে বাংলাদেশ? আর এক্ষেত্রে ভারত কী জবাব দিয়েছে?
জবাবে, কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পেলেও এখনও ভারত তার জবাব পাঠায়নি।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে প্রত্যর্পণে আইনী দিকগুলো খতিয়ে দেখতে কিছুটা সময় লাগতে পারে দিল্লির।
আপনার মতামত লিখুন :