ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

চালুর পরদিনই ঢাকায় গোলাপি বাসের সংকট

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

২৬১০টি গোলাপি বাস চলার ঘোষণা দিলেও সড়কে দেখা মিলছে হাতে গোনা কিছু বাস। যাত্রীরা বলছেন, টেলিভিশন আর ফেসবুকে ঘোষণার পর বাসগুলো দেখা গেলেও বাস্তবে সেগুলো নেই।

অন্যদিকে, বাস কর্তৃপক্ষ বলছে, গোলাপি বাস চালু করতে আরও কিছু সময় লাগবে, এবং পুলিশ জানিয়েছে, কেন বাসগুলো সড়কে নামানো হয়নি, তা খতিয়ে দেখা হবে। 

[33467]

বৃহস্পতিবার রাজধানীতে গোলাপি রগের বাস সার্ভিস চালু করা হয়। ঘোষণা অনুযায়ী, প্রাথমিকভাবে গাজীপুর রুটে ২৬১০টি বাস চলবে। এই সার্ভিসে নির্ধারিত স্টপেজে বাস থামবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না।

তবে আনুষ্ঠানিক শুরুর পরেই শঙ্কা দেখা দিয়েছে গোলাপি বাস নিয়ে। গাজীপুর রুটে উত্তরার প্রধান সড়ক দিয়ে যাতায়াত করতে গেলে, অনেক সময় অপেক্ষা করেও গোলাপি বাসের দেখা মেলেনি। যাত্রীরা বলছেন, কাগজে কলমে না, বাস্তবে এমন সেবা তারা চান।

[33460]

এদিকে, বাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাপি বাস পুরোপুরি চালু করতে অন্তত ১৫ দিন সময় লাগবে। যাত্রীদের সেবা নিশ্চিত করতে পুলিশ নজরদারি চালাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, "বাসের পরিমাণ কম, তবে আমরা ইতোমধ্যেই গতকাল জানিয়েছি, আজকে আপডেট নেবো। আশা করছি আস্তে আস্তে সব বাস চালু হবে।"