গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, জড়িতদের শাস্তির আশ্বাস উপদেষ্টার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:৪৭ পিএম

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, জড়িতদের শাস্তির আশ্বাস উপদেষ্টার

ছবি: সংগৃহীত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, হামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। হামলার ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে, গতকাল শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

ওই ঘটনায় হামলার পর ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, যেখানে তিনি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করেন।

এদিকে, হামলার ঘটনার প্রতিবাদে গাজীপুরে সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আরবি/এফআই

Link copied!