বিএসএমএমইউয়ের নাম বদলে নতুন নামের ব্যানার টানানো

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:১৮ পিএম

বিএসএমএমইউয়ের নাম বদলে নতুন নামের ব্যানার টানানো

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামের বদলে নতুন নামের ব্যানার টানানো হয়েছে। নতুন নামটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে এই নতুন নামের ব্যানার দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা এই নতুন নামের ব্যানারটি টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব জানান, "নতুন নামের ব্যানার আজ সকালে এসে দেখতে পেলাম। তারা যে নাম দিয়েছেন, এটাসহ আরও কিছু নাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবনায় রয়েছে। নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এ বিষয়ে দাপ্তরিক সিদ্ধান্ত আসতে পারে।" 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের নামের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের সঙ্গে পরামর্শ করেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে অচিরেই নতুন প্রজ্ঞাপন আসবে।"

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবন থেকে সাইনবোর্ড খুলে ফেলার পর, পরবর্তীতে অন্যান্য স্থান থেকেও বঙ্গবন্ধুর নাম সম্বলিত সাইনবোর্ড খুলে ফেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!