বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে পরিচয়পত্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:০০ পিএম

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে পরিচয়পত্র

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র দেখানোর অনুরোধ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সাথে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে, শনিবার সুপ্রিম কোর্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেইট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। সুপ্রিম কোর্ট মাজার গেইট দিয়ে যারা প্রবেশ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে ঢুকতে দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!