রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৩৬ পিএম

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৩৬ পিএম

৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার সুযোগ, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবির প্রতি কোনো ঘোষণা না আসলে তারা শাহবাগ মোড় ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা ফার্মগেট এলাকায় জড়ো হন এবং সেখান থেকে শাহবাগের উদ্দেশে যাত্রা করেন।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীদের দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু ৭ দিন পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

Live : চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের লং-মার্চ...

Live : চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের লং-মার্চ...

Posted by Rupali Bangladesh Digital on Saturday, February 8, 2025

তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি, তাই আমরা এই কর্মসূচি নিয়েছি। আজকের এই আন্দোলনের দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নিতে হবে।

বর্তমানে সারা দেশে ১৬টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল ডিগ্রি (ডিএমএ) কোর্স পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬০ হাজার ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থী রয়েছেন এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফের সংখ্যা প্রায় ৩০ হাজার।

ম্যাটস শিক্ষার্থীদের দাবি, বর্তমানে ডিপ্লোমা মেডিকেল কোর্স শেষ করে প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানহীন হয়ে পড়েছেন। এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে এবং নিয়োগবিধি সংশোধনের নামে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। এর ফলে ২৫০০টি শূন্য পদ থাকা সত্ত্বেও প্রান্তিক জনগণ চিকিৎসাসেবা পাচ্ছে না এবং ম্যাটস পাসকৃত শিক্ষার্থীরা বেকার হয়ে পড়ছেন।

তাদের চার দফা দাবিগুলো হলো:

১. বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ প্রদান;
২. উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান এবং ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন;
৩. চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে ইন্টার্নশিপ চালু এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন;
৪. ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল।

আরবি/এফআই

Link copied!