প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক প্রভাব দেশের সব প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি এবং এই প্রক্রিয়ায় যে সমস্ত অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে।
রোববার, নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে, নাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে।
নাসির উদ্দিনর বলেন, সব জায়গায় মতদ্বৈধতা থাকবে, তবে ভিন্নমত মানে বিপক্ষে না। তিনি বলেন,একই বিষয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক। কিন্তু, এটা অনেকে মানতে পারে না। তবে আমি নিজে সমালোচনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করি। সমালোচনা হলে সেটি ঘাটতি বা সমস্যার নির্দেশক হিসেবে দেখেছি, যা সংশোধন করা প্রয়োজন।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়ে দিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে, শুধু কথায় তালি বাজানো উচিত নয়।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না। আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমাদের লক্ষ্য সবার সহযোগিতায় একটি নিরপেক্ষ ভূমিকা রাখা এবং জাতির কাছে দেয়া কমিটমেন্ট পূরণ করা।
আপনার মতামত লিখুন :