দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গাজীপুর জেলার বিভিন্ন থানা ও মহানগরে অভিযান চালিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর জেলার ৫টি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ২৫ জন নেতাকর্মী আটক হন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানায় অভিযান চলমান রয়েছে। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেসময় তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ৪০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ফ্যাসিস্ট সরকারের সমর্থক বলে পরিচিত।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের আটটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :