জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এ দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার একটি অভিযান চালিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল, ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে ২ কোটি প্রাথমিক পাঠ্যবই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাই করা। দুদকের একটি দল এনসিটিবিতে গিয়ে এ-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে এক ভারতীয় কোম্পানিকে অন্যায়ভাবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি টিপিএস-কে বঞ্চিত করে প্রাথমিকের পাঠ্যবই ছাপানোর কাজ দেয়া হয়। ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর জন্য দক্ষিণ কোরিয়ার কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হলেও, তাদেরকে প্রায় ৫০ কোটি টাকার ছাপার কাজ দেয়া হয়নি। বরং, আওয়ামী লীগ সরকারের উচ্চ মহলের নির্দেশে এই কাজ ভারতের কোম্পানিকে দেয়া হয়।
এছাড়া, দুদক এখন গত সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানা অনিয়ম ও দুর্নীতির নথিপত্র সংগ্রহ করছে। এই অভিযানের মাধ্যমে সরকারের তরফ থেকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজের সাথে সংশ্লিষ্ট কোনো অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এনসিটিবির বিরুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত করে দেখছে, এবং এটি দেশের শিক্ষানীতি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ একটি অভিযান হতে পারে।