ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ময়দান বুঝে পেলেন সাদ অনুসারীরা

১৪ তারিখ থেকে টঙ্গীতে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৪:১৪ পিএম
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী-এ অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নিয়েছেন। এ পর্বটি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুরায়ে নেজামের অনুসারীরা দুই ধাপে আয়োজন করেছিলেন। প্রথম ধাপটি ছিল ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপটি ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজিত হবে সাদপন্থি অনুসারীদের, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

প্রথম পর্বে মোট ১ হাজার ৪৬৫টি জামাত দেশ-বিদেশে দাওয়াতের কাজে বের হয়েছে। এর মধ্যে দেশি জামাতের সংখ্যা ছিল ১ হাজার ২৭১টি, যার মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১,১১০টি এবং ১০-১৫ দিনের জন্য ৭১টি জামাত ছিল। এছাড়া, বিদেশি জামাতের সংখ্যা ছিল ৯৭টি, যার মধ্যে ২০টি আরবি, ২৬টি উর্দু এবং ৫১টি ইংরেজি জামাত ছিল। ৪০টি মাস্তুরাত জামাত (২ মাসের) এবং ৪৯টি ৪ মাসের জামাত বিদেশগামী হয়েছে।

এখন সাদপন্থি অনুসারীরা তাদের ইজতেমা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আসন্ন দ্বিতীয় পর্বের আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে।