সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।
সায়েন্সল্যাব মোড়ে দেখায় যায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং তার একটু পরই শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ।
তবে এসব ঘটনার জের ধরে রোববার (৯ ফেব্রুয়ারি) ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল ৪টা নাগাদ ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নাম ফলক থেকে ‘সিটি’ খুলে নিয়ে গেছেন। পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে বাঁধে সংঘর্ষ। যা পরে ২ ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে।
![dhakapost](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/city-college2-20250209213020.jpg)
দেখা গেছে, ঢাকা সিটি কলেজের দুটি গেটের একটির ‘ঢাকা’ এবং আরেকটি গেটের ‘সিটি’ খুলে নেওয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও নাম ফলকের অংশ সম্বলিত বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরবিরোধী লেখালেখি করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :