দেশব্যাপী গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এবং পুলিশের অন্যান্য অভিযানসমূহে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সারাদেশে মোট ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশ ২৭৪ জন এবং রেঞ্জ পুলিশ ১,০৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য দেশের বিভিন্ন দুষ্কৃতকারী, সন্ত্রাসী এবং দেশবিরোধী চক্রকে ধরা, যাদের ‘শয়তান শিকার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।