ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ডেভিল হান্ট

অপারেশনের দ্বিতীয় দিনে গাজীপুরে অন্তত ১০০ জন গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেপ্তার হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২ জনকে গ্রেপ্তার করা হলো।

এর মধ্যে, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলার ৫ থানায় ২১ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে তোলা হবে তাদের। এই নিয়ে পুলিশ গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেপ্তার করলো।

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।