প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার শুধু সরকারে নয়, গ্রামেও রয়েছে। জুলাইয়ে আহত তরুণদের উদ্দেশে তিনি বলেন, যাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব আছে, তারা চলে যায়নি। তোমাদের গ্রামে আছেই, তোমরা কিছু করো। তাদের বোঝাও, তাদের স্বভাব পরিবর্তন করতে হবে। তাদের চলাফেরা আর এইভাবে চলতে থাকলে হবে না। তবে শুধু মারপিট করে এটা সম্ভব নয়।
[33807]
সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া এবং তাড়াহুড়া করে বিচার করলে তা অবিচার হয়ে যাবে। তিনি আরও বলেন, বিচারের মূল উদ্দেশ্য হলো সুবিচার। বিচার চলতে থাকুক। যারা অপরাধী, তাদের পুলিশের হাতে যথেষ্ট সাক্ষী প্রমাণসহ তুলে দাও। আমরা যদি অবিচারের পথে চলি, তবে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
[33805]
ড. ইউনূস বলেন, যারা অপরাধী, তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী নয়, তাদের সৎপথে আনা উচিত। তাদের বোঝাতে হবে যে তারা ভুল করেছে এবং তাদেরকে বলা উচিত, ‘তোমরা বিগত সময়ে আমাদের ওপর অত্যাচার ও অবিচার করেছো, কিন্তু এই দেশ আমাদের সবার।’ কাউকে দেশ থেকে বের করে দিয়ে বিচার করা সম্ভব নয়।
তিনি বলেন, যারা সহজে মেনে নেবে না, তাদের আমরা বোঝানোর চেষ্টা করব। তবে যারা বিশৃঙ্খলার পরিকল্পনা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।